এবার যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ

0

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। 

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’ রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন ক্লদিয়া।

বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে ১৬০৭ সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, “মেক্সিকান আমেরিকা। এটা চমৎকার শোনাচ্ছে, তাই না?”

শেনবাউমের আগে সংবাদ সম্মেলনে, রাজনীতিবিদ ও মেক্সিকোর সাবেক সাংস্কৃতিক সচিব হোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়ালও একই মন্তব্য করেন।

হোসে আলফোনসো ব্যাখ্যা করে বলেন, আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ১৬০৭ সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। এই নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর আপাতজিঙ্গান সংবিধানেও উল্লেখ করা হয়েছে।

সেই প্রসঙ্গ টেনেই শেনবাউম বলেন, ১৬০৭ সাল থেকে আপাতজিঙ্গানের সংবিধানে আমেরিকা মেক্সিকানা ছিল। তাই আসুন এটিকে (যুক্তরাষ্ট্রকে) আমেরিকা মেক্সিকানা বলি।

মঙ্গলবার ট্রাম্প জানান, তিনি মেক্সিকো উপসাগরের নাম গালফ অব আমেরিকা রাখতে চান, কারণ এটি শুনতে চমৎকার লাগে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, এনবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here