এবার কাটতে চলেছে আরো একটি সুতো। ব্রিটিশ রাজপরিবারের সাথে সম্পর্ক চুকানোর পথে আরো একধাপ এগিয়ে গেলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান।
এবার হ্যারি ও মেগানকে তাদের যুক্তরাজ্যের বাড়িটি খালি করে দিতে বলা হয়েছে। তাদের এক মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যে তারা থাকতেন ‘ফ্রগমোর কটেজে’। বাড়িটি ব্রিটিশ রাজা কিং চার্লসের উইন্ডসর ক্যালেসের ভেতরেই অবস্থিত।
খবরে জানা গেছে, রাজা চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে ফ্রগমোর কটেজে থাকার প্রস্তাব দিয়েছেন। আর সে কারণেই কটেজটি খালি করে দিতে হবে হ্যারি-মেগানকে।
২০২০ সালে রাজকার্য থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রিন্স হ্যারি।
চলতি বছরের জানুয়ারিতে প্রিন্স হ্যারির লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ পায়। যেখানে হ্যারি তার বড় ভাই ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম, বাবা কিং চার্লস এবং রাজপরিবারের অন্যান্য সদস্যের সাথে চলা তার দ্বন্দ্ব নিয়ে বেশ খোলামেলা তথ্য দেন।
সূত্র: বিবিসি