এবার ম্রুনালের সঙ্গে রোমান্স করবেন বিজয়

0

এবার জুটি বাঁধছেন ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও ম্রুনাল ঠাকুর। বিজয়ের আসন্ন চলচ্চিত্রে নারী প্রধান ভূমিকায় থাকছেন ম্রুনাল ঠাকুর। সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক পরশুরাম। এটি বিজয়ের ১৩তম চলচ্চিত্র। খুব শিগগিরই সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হবে।

সিনেমাটির নির্মাতারা টুইটারে এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কাস্ট ও কলাকুশলীরা। ছবিতে ‘লাইগার’ অভিনেতাকে একটি নতুন চেহারায় দেখা গেছে।

এখনও শিরোনাম ঠিক না হওয়া চলচ্চিত্রটি বিজয় এবং পরিচালক পরশুরামের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দাম’ চলচ্চিত্রে পরশুরামের পরিচালনায় কাজ করেছেন বিজয়। সিনেমাটি ছিল ব্লকবাস্টার এবং বিজয় দেবারাকোন্ডা ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ। রোমান্টিক কমেডি ওই চলচ্চিত্রে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন রাশমিকা মান্দানা। নির্মাতারা স্পষ্ট করেছেন যে এটি গীতা গোবিন্দমের সিক্যুয়েল নয়, একটি নতুন স্ক্রিপ্ট।

অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে আদিত্য কাপুর রয়ের সঙ্গে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। সামনে বলিউড-সহ দক্ষিণের একাধিক চলচ্চিত্র রয়েছে অভিনেত্রীর হাতে। অপরদিকে বিজয় দেবেরকোন্ডাকে পরবর্তীতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে রোমান্টিক চলচ্চিত্র ‘কুশি’তে দেখা যাবে। শিব নির্ভানা পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। এটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। সূত্র: পিংকভিলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here