ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিসা জটিলতা ক্রমেই বেড়ে যাচ্ছে। পাকিস্তান-বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র দলের চার ক্রিকেটারের পর এবার একই সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তাদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
এই জটিলতার কারণে ইংল্যান্ড দলের সঙ্গে সময়মতো যোগ দিতে অনিশ্চয়তায় রয়েছেন রশিদ ও আহমেদ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের না থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আলি খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও এহসান আদিল ভারতের ভিসা না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। সেই জট কাটতে না কাটতেই এবার ইংল্যান্ড দলের সাথেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।
তবে বিষয়টি নিয়ে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ড সূত্র জানায়, ভারত সরকার ভিসা আবেদন নিয়ে কোনো আপত্তি জানায়নি। কেবল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বিলম্ব হচ্ছে। সমস্যার দ্রুত সমাধানে যুক্তরাজ্য সরকারের সহায়তাও চাওয়া হয়েছে।
বর্তমানে আদিল রশিদ খেলছেন দক্ষিণ আফ্রিকার এসএ২০ তে, আর রেহান আহমেদ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। ভিসা প্রক্রিয়া শেষ হলে তাঁরা সরাসরি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইসিবি আশা করছে, ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগে দুজনই দলের সঙ্গে যুক্ত হবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

