এবার ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুই নৌ সংস্থা জানিয়েছে, হামলার শিকার একটি জাহাজ ইসরায়েল সংশ্লিষ্ট।
ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, ওই বাণিজ্যিক জাহাজটি একটি বেনামি আকাশ যান দ্বারা হামলার শিকার হয়।
লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে রাসায়নিক ছিল। ড্রোন হামলায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটিতে কিছুটা পানিও ঢুকে যায়।
সূত্র: এএফপি