বলিউডের সুপরিচিত ব্যক্তিত্ব তিনি। বিতর্কিতও বটে। তবে, বিনোদন জগতে তার অবদান নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। চলতি বছরেই বিনোদন জগতে ২৫তম বর্ষপূর্তি হতে চলেছে তার। জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই করন জোহরের মুকুটে জুড়ল নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করনকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টে সম্মানিত হতে চলেছেন করন। আগামী ২০ জুন, ওয়েস্টমিনস্টার প্রাসাদে হতে চলেছে এই অনুষ্ঠান। সেখানে ‘হাউস অব কমনস’ ও ‘হাউস অব লর্ডস’-এর উপস্থিতিতে সম্মানিত হতে চলেছেন বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-পরিচালক।
ব্রিটেনে ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একাধিক হিট ছবির শুটিং করেছেন করন। ব্রিটেনের সঙ্গে তার যোগ যে আত্মিক, এ কথাও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই পরিচালক। এবার সেই দেশেই সম্মানিত হতে চলেছেন তিনি। চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন করন। সে উপলক্ষেই দীর্ঘ সাত বছর পরে পরিচালনায় ফিরেছেন করন। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে তার পরিচালিত ছবি ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী।