এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

0

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেলারুশের মোট সাতজন ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

গত ৫ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে।

বেলারুশ সরকার দেশটির গণতন্ত্রপন্থী তার নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। বেলারুশের লুকাশেঙ্কোর পরিবারের সদস্যরা আর্থিক দুর্নীতিতে জড়িত এবং ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে বেলারুশের সহায়তা আছে। তাই বেলারুশের ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে মার্কিন অর্থ বিভাগের অধীন পরিচালিত বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় থেকে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে গত ৯ আগস্ট বেলারুশের সরকারকে অর্থায়ন করা ৮ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ বিভাগ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here