এবার বিদেশির হাতে হাত, প্রেম করছেন কঙ্গনা?

0

হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে বলিউডে। তাদের সম্পর্কের জল আদালত পর্যন্ত গড়ায়। শুধু হৃত্বিক নয়, কঙ্গনা মন দিয়েছেন একাধিকবার, মন ভেঙেছে বহুবার। তবে বিয়ে করার, সংসার পাতার ইচ্ছা তার বহু দিনের। ‘মণিকর্ণিকা’ ছবির প্রচারের এসে নিজেই জানিয়েছিলেন পাঁচ বছরের মধ্যে থিতু হতে চান। এবার যেন মনের মানুষকে খুঁজে পেলেন কঙ্গনা। শুক্রবার তার হাতে হাত রেখেই স্যাঁলো থেকে বের হলেন অভিনেত্রী।

এক বিদেশি পুরুষের হাত ধরে রূপটান কেন্দ্র থেকে বের হলেন কঙ্গনা। ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট ও শার্ট। কঙ্গনার পরেছিলেন ফ্লোরাল ফ্রক। হাসিমুখে দেখা গেল দু’জনকেই। এমনিতে সচরাচর কোনও পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায় না কঙ্গনাকে। কঙ্গনার চারপাশে পুরুষ মানে শুধুই নিরাপত্তারক্ষীর ছয়লাপ। এর মাঝেই রহস্যময় এক পুরুষের হাতে যখন হাত রেখেছেন কঙ্গনা, স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সেই পুরুষের খোঁজ। নাম লইক চাপোইক্সি। ফরাসি এই পুরুষ আসলে ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ, খ্যাতনামী কেশসজ্জা শিল্পী। বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীই আস্থা রেখেছেন তার হাতে কারুকাজের উপর। ভারত-সহ বিভিন্ন দেশে কেশসজ্জার কেন্দ্র রয়েছে তার। তবে কঙ্গনার সঙ্গে তিনি প্রেম করছেন নাকি নেহাতই বন্ধুত্বের সম্পর্ক, জল্পনা রয়েই গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here