ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। এ মেলার নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫’। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) আর আগের মতো নেই। আগামীতে বাণিজ্য মেলা হবে দুই পর্বে। মূল আসরের নাম হবে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ)। আগামী জানুয়ারিতে মাসব্যাপী এ মেলা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে হবে আলাদা মেলা গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ এখন থেকে একই ভেনুতে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে। যৌথভাবে মেলা দুটি আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

