এবার বাংলাদেশে ঝড় তুলবেন টেইলর সুইফট

0

মার্কিন পপগায়িকা টেইলর সুইফটের দুনিয়া মাতানো কনসার্ট সিনেমা পর্দায় দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। ৩ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’। বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় পপগায়িকা টেইলর সুইফটের অনেক ভক্ত রয়েছেন বাংলাদেশেও। সিনেমাটি মুক্তির খবরে তাই উচ্ছ্বসিতই হবেন দেশের ভক্তরা।

টেইলর সুইফটের সাড়া জাগানো মিউজিক্যাল ট্যুর নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন স্যাম রেঞ্চ। গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুসারে, অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ১০ কোটি ডলার আয় করেছে। উত্তর আমেরিকার ৩ হাজার ৮৫০টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।

সিনেমাটি প্রযোজনা করেছেন টেইলর সুইফট নিজেই। থিয়েটারে ছবিটি প্রদর্শনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছেন গায়িকা। এটিই সম্ভবত প্রথম সিনেমা, যেটি দেখার সময় থিয়েটারে দর্শকের মোবাইল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সুইফট তার ভক্তদের বলেছেন, তারা যেন কনসার্টের মতো করেই থিয়েটারে সিনেমাটি দেখে। ভক্তরা থিয়েটারে সিনেমাটি দেখার সময় ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, এমনকি নাচতেও পারবে।

এর আগে জাস্টিন বিবারের কনসার্ট মুভি ‘নেভার সে নেভার’ ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছিল। শুধু তাই নয়, টেইলর সুইফটের ইরাস ট্যুর চলতি বছরের সেরা ১০টি সিনেমার তালিকায় জায়গা করে নেবে বলে পূর্বাভাস দিয়েছে প্রভাবশালী সিনে ম্যাগাজিনটি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ ৯৬ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে রয়েছে। কনসার্ট ফিল্ম হিসেবে ২০০৯ সালে ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’-এর ৭৪.২৫ মিলিয়নের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here