লা লিগায় বহুবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এবার এই তালিকায় যোগ হলেন বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে গেতাফের মাঠে লা লিগার ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। পয়েন্ট হারানোর এই ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে দর্শকদের বর্ণবাদী আচরণ। বার্সার এই লেফটব্যাক অভিযোগ করেছেন যে, হেতাফের গ্যালারি থেকে তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।
মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বালদে বলেন, ‘এখানকার দর্শকরা আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করেছে। এটা খুব দুঃখজনক যে, এমন কিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’
এই ঘটনার পর রেফারির কাছে অভিযোগ করেন বালদে। অভিযোগ পেয়েই লা লিগার নিয়মানুযায়ী ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা থামিয়ে দেন রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়েরতেস। এরপর স্টেডিয়ামের লাউডস্পিকারে খেলা বন্ধের কারণ জানিয়ে বলা হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যাবেন।
বালদের ওপর বর্ণবাদী আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেন তিনি বলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’