এবার ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

0
এবার ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

আগামী জানুয়ারি থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনা করছে ফ্রান্স।

ফরাসি কাউন্সিল অব স্টেট আগামী ৮ জানুয়ারি বিলটি পর্যালোচনা করবে।

প্রস্তাবিত এই আইনে ১৫ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষ তথা ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়েও জোর দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, বিলটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে তা ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এর আগে একই ধরনের ভিন্ন একটি উদ্যোগ ইউরোপীয় আইন মানতে ব্যর্থ হওয়ায় কার্যকর করা যায়নি।

গত নভেম্বরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তিনি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শুরু থেকে হাইস্কুলেও মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা সম্প্রসারণ করতে চান। আর ১৫ বা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের একটি আইনের আওতায় নার্সারি স্কুল থেকে মিডল স্কুল পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। যদিও বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে সরকার।

সাম্প্রতিক বিভিন্ন একাডেমিক গবেষণায় দেখা গেছে, মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। আর মোবাইল ফোনের কারণে মনোযোগ বিচ্ছিন্ন হওয়া বা অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার মতো বিষয়টিও ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। অস্ট্রেলিয়ায় গত ১০ ডিসেম্বর এ সংক্রান্ত বিধান কার্যকর হয়েছে। মালয়েশিয়ায় আগামী বছর এ সিদ্ধান্ত কার্যকর হবে। সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here