এবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার আগ্রাসনের শুরুর দিক থেকেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ওলেক্সি।
এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রুস্তেম উমেরভ। এর আগে তিনি রাষ্ট্রীয় সম্পদ তহবিলের দায়িত্ব সামলেছেন।
জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘সামরিক বাহিনী ও সমাজের মানুষের মধ্যে মিথস্ক্রিয়া আরো জোরালো করতে আমি বিশ্বাস করি এই মন্ত্রণালয়টি নতুন করে ঢেলে সাজানো দরকার।’
সূত্র: বিবিসি