এবার পাকিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালাল ইরান

0

ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানের বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ মিসাইল হামলা চালাল ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, মঙ্গলবার এই হামলা চালানো হয়। মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে বেলুচিস্তানের ‘জইশ-আল-আদল’ নামে জঙ্গি গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন বালিকা। এ ঘটনায় ক্ষোভ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে, জইশ আল-আদল হল সবচেয়ে প্রভাবশালী সুন্নি জঙ্গি গোষ্ঠী যারা সিস্তান-বেলুচেস্তান সীমান্তে সক্রিয়।

উল্লেখ্য, জইশ আল-আদল নামের পাকিস্তানি এই গোষ্ঠী এর আগে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। এতে এক ডজনেরও বেশি ইরানি পুলিশ কর্মকর্তা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। সূত্র: ডন, দ্য গার্ডিয়ান, ইরান ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here