এবার নিজ গ্রামে গাইবেন হাবিব

0

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বটতলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জমকালো ওপেন এয়ার কনসার্ট। এই আয়োজনে মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম।  

হাবিব ওয়াহিদ প্রায় ১৫ বছর পর যাচ্ছেন তার পৈতৃক ভিটা মুন্সীগঞ্জে। শুধু যাওয়া নয়, নিজের গ্রামের মানুষদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি, যা তার জন্য এক আবেগঘন মুহূর্ত।  

এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘গান রেকর্ডিং আর স্টেজ শো নিয়ে সারাবছর ব্যস্ত থাকতে হয়। তাই গ্রামে যাওয়ার সুযোগ হয় না। এবার ১৫ বছর পর মুন্সীগঞ্জ যাচ্ছি গান শোনাতে। নিজ এলাকার প্রিয় মানুষদের সামনে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে।’ 

এই কনসার্টটি আয়োজন করছে স্থানীয় যুব সমাজ। এই আয়োজনে আরও একটি চমক থাকছে—হাবিব ওয়াহিদের সঙ্গে মঞ্চে থাকবেন তার বাবা, বর্ষীয়ান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।  

হাবিব আরও বলেন, ‘বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। এটা সবসময় উপভোগ করি। আমার জনপ্রিয় গানগুলো গাইব, দর্শকরা একটা জমজমাট গানের আসর পেতে চলেছেন।’ 

এদিকে, খুরশীদ আলমও এ আয়োজনে অংশ নিতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন আয়োজকরা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here