গত বছর থেকে প্রায়ই সংবাদের শিরোনামে আছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া। তাদের নিত্যদিন দাম্পত্যকলহ খবরে প্রকাশ পাচ্ছে নিয়মিত। একাধিকবার তারা আদালতে গেলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ মীমাংসা হয়নি নওয়াজ ও আলিয়ার গার্হস্থ্য সমস্যার। আদালতে এখনও বিচারাধীন অভিনেতা ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা। যদিও এখন পর্যন্ত আইনত নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া। তবে আর এই পরিচয়ে বাঁচতে চান না আলিয়া। আইনত ও সামাজিক দু’ভাবে তারকা পত্নীর পরিচয় থেকে নিষ্কৃতী চান আলিয়া। সেই কারণে নয়া পদক্ষেপ নিলেন তিনি। খুব শিগগিরই ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। তাও আবার সালমান খানের শো-তে।
‘বিগ বস’ ওটিটি-র দ্বিতীয় সিজনে প্রতিযোগী হয়ে আসছেন আলিয়া। এছাড়াও অন্যান্য প্রতিযোগীর মধ্যে রয়েছেন তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফালাক নাজ। আরও থাকবেন আকাঙ্ক্ষা পুরী, জিয়া শঙ্কর, পুনীত সুপারস্টার, অবিনাশ সাচদেব, সাইরাস ব্রোচার মতো টেলি তারকারা।