এবার নাভালনির ভাই রাশিয়ার ওয়ান্টেড তালিকায়

0

রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি কয়েকদিন আগেই মারা গেছেন। তার মরদেহও এখনও পরিবারকে ফেরত দেয়নি রুশ প্রশাসন। এই অবস্থায় অ্যালেক্সি নাভালনির ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়া।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রুশ এই মন্ত্রণালয় বলেছে, ‘ফৌজদারি অপরাধের’ কারণে ওলেগ নাভালনিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি।

এর আগে ২০২১ সালের আগস্টে মস্কোর প্রিওব্রাজেনস্কি আদালত ৪০ বছর বয়সী ওলেগ নাভালনিকে কোভিড-১৯ মহামারির মধ্যে সমাবেশের সময় স্যানিটারি মানদণ্ড লঙ্ঘনের দায়ে এক বছরের সাজা দেয়। তারও আগে ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত জালিয়াতি এবং আত্মসাতের মামলায় কারাগারে আটক ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here