এবার নতুন মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় জাপানজুড়ে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা। আতঙ্কিত অনেক জাপানিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সদ্য পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি সাম্প্রতিক উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত একটি নতুন অস্ত্র। নতুন এ ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। কঠিন জ্বালানির সুবিধা হলো, কোনও ধরনের জটিলতা ছাড়াই এটি সংরক্ষণ করা যায় এবং কোনও বাড়তি সতর্কতা ছাড়া অল্প সময়েই উৎক্ষেপণ করা যায় মিসাইল।
এ ঘটনাকে উস্কানি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির মিত্র যুক্তরাষ্ট্রও এ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। জাপানের চারপাশের পরিবেশ ক্রমেই বিপদপন্ন হয়ে পড়েছে উল্লেখ করে জাপান সাগরে বিমান নিয়ে মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনি। সূত্র: বিবিসি, রয়টার্স