বিতর্কের মাঝেই ৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। যদিও কেরালার বিভিন্ন জেলায় এই ছবির স্ত্রিনিং বাতিল করা হয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। ছবির মাধ্যমে বিদ্বেষমূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকী ছবিকে ‘প্রোপাগান্ডা’ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ বাম-কংগ্রেসের। এত বিতণ্ডার মাঝে কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে দ্য কেরালা স্টোরি নিয়ে কংগ্রেসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কর্ণাটকের বেলারিতে বিজেপির নির্বাচনী এসে মোদী বলেন, দেশকে ভিতর থেকে ফাঁপা করে দেওয়ার কৌশল নিয়ে তৈরি ছবি কেরালা স্টোরি নিয়ে বিস্তর আলোচনা চলছে। এই ছবি শুধু একটি রাজ্যের সন্ত্রাসবাদী চক্রান্তের উপর ভিত্তি করে তৈরি। এত সুন্দর রাজ্য, যেখানে মানুষ পরিশ্রমী এবং প্রতিভাবান, সেখানে কেরালা স্টোরি জঙ্গি ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়েছে। দ্য কেরালা স্টোরি ছবিটি সমাজের অন্দরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কিন্তু দেশের দুর্ভাগ্যের দিকে তাকান। কংগ্রেস আজ এমন সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়িয়েছে, যারা দেশকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, কংগ্রেস ব্যাকডোরে বোঝাপড়া করছে। রাজ্যবাসীকে কংগ্রেস নিয়ে সতর্ক থাকতে হবে।