এবার ডেনমার্ককে প্রতারণার দায়ে অভিযুক্ত করল রাশিয়া

0

এবার ডেনমার্ককে প্রতারণার দায়ে অভিযুক্ত করল রাশিয়া। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখার জন্য রাশিয়াকে অনুমতি দিচ্ছে না ডেনমার্ক। মস্কো এজন্য কোপোনহেগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর আগে এ সংক্রান্ত যে তদন্ত ডেনমার্ক করেছে তা ছিল ‘প্রতারণা’ মাত্র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার রুসিয়া-১ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ওয়ান ও টু নামে রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। কয়েকশ’ কোটি ডলার ব্যয় করে রাশিয়া ওই পাইপ লাইন নির্মাণ করেছিল।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একটি দেশের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেন-পন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি। 

তিনি মস্কোয় এক বক্তব্যে এই দাবিকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দেন যে, ইউক্রেন-পন্থী একটি সশস্ত্র গ্রুপ ওই হামলার পেছনে রয়েছে। সূত্র: আরটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here