সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবি ঘোষিত ১৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক। এছাড়া দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
তাদের বাদ পড়ায় সিরিজে নতুন করে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। তার সঙ্গে সুযোগ মিলেছে লেগ স্পিনার রিশাদ হাসানের।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।