ওয়াগনার বাহিনীর যোদ্ধারা এখনও ইউক্রেনে অবস্থান করছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ওয়াগনার যোদ্ধারা এখনও ইউক্রেনে যুদ্ধ করছে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ওয়াগনার সেনাদের সামনে তিনটি পথ খোলা রয়েছে। তারা চাইলে ঘরে ফিরে যেতে পারবে বা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করে যুদ্ধ চালিয়ে যেতে পারবে অথবা বেলারুশ চলে যেতে পারবে। মঙ্গলবার ওয়াগনার সেনাদের কাছে থাকা ভারী সমরাস্ত্র সমর্পন করারও নির্দেশনা দেয় ক্রেমলিন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানান, এখনও ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে অবস্থান করছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার বলেন, ‘তারা (ওয়াগনার যোদ্ধা) যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না, এই বিষয়ে আমি কোনো অনুমান করছি না।