এবার জিমেইলের সার্চে পরিবর্তন আনছে গুগল

0

ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে এবার সেলফোনের জিমেইলে সার্চ বারে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কম কষ্টে সহজেই গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাবে।

নতুন ফিচারের আওতায় মোবাইলের জিমেইল অ্যাপে থাকা মেশিন লার্নিং মডেল তিনটি বিষয়কে গুরুত্ব দেবে। এর মধ্যে সার্চ আইটেম, অতিসম্প্রতি পাঠানো ই-মেইল ও অন্যান্য বিষয় থাকবে। এর মাধ্যমে জিমেইলে দরকারি জিনিস সহজেই পাওয়া যাবে। আলাদা সেকশনে সার্চ রেজাল্ট দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সেগুলোয় প্রবেশ করতে পারবে।

পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে। গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে।

সূত্র: গিজমোচায়না

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here