সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। মৌসুম পূর্ব প্রীতি ম্যাচের আগেরটিতে আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ফরাসি জায়ান্টরা। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে জাপানের ক্লাব সেরেজো ওসাকার কাছে হার মেনেছে ৩-২ গোলে।
অবশ্য দুইবার এগিয়ে গিয়েও তারা হেরেছে এই ম্যাচে। জাপানের নাগাইয়ের ইয়ানমার স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৭ মিনিটে হুগো একিতিকের গোলে লিড নেয় পিএসজি। তবে ২২ মিনিটের মাথায় ওসাকার জর্ডি ক্রোয়াক্স গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
জাপান সফরে পিএসজি তাদের শেষ ম্যাচে মঙ্গলবার ইন্টার মিলানের মুখোমুখি হবে। যারা আজ আল নাসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।