সম্প্রতি সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ২৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বুট এবং গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক বুফন।
এদিকে, ফুটবল থেকে অবসর নিলেও ইতালির জাতীয় ফুটবল দলের নতুন এক দায়িত্ব গ্রহণ করেছেন বুফন। ৪৫ বছর বয়সী সাবেক এই গোলরক্ষক জাতীয় দলের কোচ রবার্তো মানচিনির সাথে ডেলিগেশন প্রধান হিসেবে কাজ করবেন।
২০০৬ সালে বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য বুফন এ সম্পর্কে বলেছেন, ‘নীল জার্সিটি আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। রবার্তো মানচিনিকে সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা আমার থাকবে। ইতালি দলে শুধুমাত্র পুরস্কারই গণনা করা হয় না। এখানে যে বিনিয়োগ, ত্যাগ ও প্রাপ্যতা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ।’
বুফনকে পেয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন বলেছে, ‘এটা ইতালির জন্য একটি অসাধারণ দিন। কারণ গিগি ঘরে ফিরেছে।’
সেপ্টেম্বরে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে ইতালির ইউরো ২০২৪ বাছাইপর্বে বুফন তার নতুন কাজ শুরু করবেন।
১৯৯৫ সালে পার্মার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। ২০০১ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন তিনি। এরপরই চলে আসেন জুভেন্টাসে। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে।
সিরি আতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (৬৪৮) এবং একটানা সবচেয়ে বেশি সময় ধরে গোল হজম না করা (৯৭৪ মিনিট) রেকর্ড তার দখলে। সিরি আ যুগে অর্থাৎ ১৯২৭ সাল থেকে সবচেয়ে বেশি শিরোপা জয়ের (দশটি) রেকর্ডও গড়েছেন তিনি।
গত পাঁচ বছর ধরে কেবল ক্লাব ফুটবলই খেলছিলেন বুফন। আন্তর্জাতিক ক্যারিয়ার তিনি শেষ করেছিলেন ২০১৮ সালে। ইতালি জাতীয় দলে ১৯৯৭ সালে অভিষেকের পর রেকর্ড ১৭৬ ম্যাচ খেলেন তিনি। আজ্জুরিদের হয়ে ২০০৬ সালে তিনি পেয়েছিলেন বিশ্বকাপ জয়ের স্বাদ।