এবার কিপিংয়ে রেকর্ড গড়লেন ডি কক

0

ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়লেও শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল আফগানিস্তান। রান ডিফেন্ড করতে নেমে প্রোটিয়াদের বেশ ভালো চাপে ফেলেছিল তারা। তবে রাসি ফন ডার ডুসেনের ব্যাটে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে টেম্বা বাভুমার দল। 

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই হারে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগানিস্তান। আগেই সেরা চার নিশ্চিত করা প্রোটিয়ারা ধরে রেখেছে টেবিলের দ্বিতীয় অবস্থান।

ইব্রাহিমকে দিয়ে শুরুর পর হাশমাতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান ও নুরের ক্যাচ নেন ডি কক। বিশ্বকাপের এক ম্যাচে এটিই সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।  

ডি ককের আগে ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন দুইজন কিপার। ২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সারফারাজ আহমেদ উইকেটের পেছনে নেন ৬ ক্যাচ।  বিশ্বকাপ ছাড়া ওয়ানডেতেও এক ম্যাচে ৬ ক্যাচই সর্বোচ্চ। সবচেয়ে বেশি ছয়বার এই কীর্তি গড়েন গিলক্রিস্ট। ডি কক এর আগে ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে নেন ৬টি ক্যাচ।  

ডি ককের রেকর্ডের ম্যাচে প্রথম ইনিংসেই শেষ হয়ে গেছে আফগানিস্তানের সেমি-ফাইনাল খেলার সকল গাণিতিক সম্ভাবনা। আজমতউল্লাহ ওমারজাইয়ের ৯৭ রানের অপরাজিত ইনিংসের পরও তারা গুটিয়ে গেছে ২৪৪ রানে।   বিশ্বকাপের সেরা চারে থাকার জন্য ৪৩৫ রানের বেশি ব্যবধানে জিততে হতো আফগানদের। কিন্তু আড়াইশর আগেই গুটিয়ে যাওয়ায় আর কোনো সুযোগ বাকি নেই তাদের।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here