এবার কল্যাণ পার্টির সমর্থকের ঘরে আগুন

0

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের সমর্থকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সওদাগরঘোনা চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

হাতঘড়ির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, হাতঘড়ির লোকজনকে ভয়ে রাখতে ট্রাকগাড়ির সমর্থকরা একের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here