কয়েকদিন আগেই ৮ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন রনি তালুকদার। এবার জাকির হাসান চোটে পড়ায় ওয়ানডে দলেও ডাক পেয়ে গেলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে তাকে। জাকির, রনি কারোরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন জাকির। তখনই আঙ্গুলে চোট পেয়েছেন। পরে এক্সরে তে নিশ্চিত হওয়া গেছে, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন তার। চিড় ধরেছে বৃদ্ধাঙ্গুলিতে।
উল্লেখ্য, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।