এবার ওয়াগনারের বিদ্রোহ ইস্যুতে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

0

বেলারুশের মধ্যস্থতায় চুক্তির পর আপাতত ব্যারাকে ফিরে গেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এবং মামলাও প্রত্যাহার করা হবে মর্মে প্রতিশ্রুতি দেওয়ার পরই বিদ্রোহ স্থগিত করা হয়। এই ইস্যুতে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের

রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সংঘাতে মস্কোতে সরকার পতন ঘটতে পারে, পশ্চিমাদের এমন আশায় পানি ঢেলে দিয়েছেন তিনি। তার মতে, ভ্লাদিমির পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই খবর সামনে এনেছে বলে রবিবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বিদ্রোহের মতো কোনও একটা পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে গত বুধবারই মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here