অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি ডিভাইসে চীনা মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ নিষিদ্ধ করার সুপারিশ করেছেন। এর আগে, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা মিত্রদের সঙ্গে মিল রেখে সরকারি ডিভাইসে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করে দেশটি।
রয়টার্স খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি শক্তিগুলো কীভাবে অস্ট্রেলিয়ায় হস্তক্ষেপ করে তা তদন্ত করে অস্ট্রেলিয়ার সিনেট কমিটি। এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য বেশ কয়েকটি নিয়ম এবং বিধিনিষেধের সুপারিশ করে ওই কমিটি।
বিবৃতিতে তিনি বলেন, টিকটক এবং উইচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলো কর্তৃত্ববাদী শাসকদের নিয়ন্ত্রণের অধীন, যা সংবেদনশীল সরকারি তথ্যের জন্য বিস্তৃত সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে।
লিবারেল পার্টির সিনেটর জেমস প্যাটারসনের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈদেশিক হস্তক্ষেপ সম্পর্কিত পাঁচ সদস্যের কমিটিতে ক্ষমতাসীন লেবার পার্টির দুই সদস্য রয়েছেন। যদিও প্রতিবেদনের সুপারিশগুলো বাধ্যতামূলক নয়।