লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা। ইউরোপ কাঁপিয়ে এখন তিনি দাপট দেখাচ্ছেন মার্কিন লিগে। সম্প্রতি ফ্রান্সের পিএসজি থেকে চলে যান আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে।
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন হাওয়া লেগেছে। প্রাণ ফিরে পেয়েছে মার্কিন লিগ। দর্শক সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে চার ম্যাচে মেসি করেছেন সাত গোল। তার ফুটবল জাদুতে মুগ্ধ আমেরিকা। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই এখন চলছে মেসি-ম্যানিয়া।
নতুন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ ছিল সবার আগে। তবে তা ভালভাবেই উৎরে গেছেন এলএম টেন। সেই সঙ্গে দলকে জেতানোর চ্যালেঞ্জও ছিল তার। তাতেও সফল মেসি।
মেসির ক্লাবে যোগদানের আগের ছয়টি ম্যাচে যেখানে কোনও জয় ছিল না মায়ামির। সেখানে মেসি যোগদানের পর টানা চার ম্যাচেই জিতল তার দল। মেসিও খেলছেন দুর্দান্ত।
মায়ামিতে যোগদানের পর মেসি প্রথম তিনটি ম্যাচই খেলেছেন ঘরের মাঠে। এবার অ্যাওয়ে চালেঞ্জও জিতলেন মেসি। ডালাসের বিপক্ষে অ্যাওয়ে পরীক্ষায় গোল পেলেন মেসি। জেতালেন দলকে।
ডালাসের সঙ্গে ম্যাচের মূল পর্ব ৪-৪ গোলে ড্র হয়। পরবর্তীতে পেনাল্টি শুটআউটে ৩-৫ ব্যবধানে জেতে মেসির দল। এই ম্যাচে মেসি পেয়েছেন দুই গোল। ম্যাচের ৬ মিনিট ও ৮৫ মিনিটে যথাক্রমে গোল দুটি করেন মেসি।
এই জয়ের মাধ্যমে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি।