এবারের বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

0

একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম বলেছেন, বারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, তবে এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।

এ সময় মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। বইমেলায় তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী-৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিলো।

মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসেব অনুযায়ী-এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here