এবারও অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল

0

আবার অস্কারের সঞ্চালনার দায়িত্ব পেলেন সঞ্চালক-কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার এই ঘোষণা করেছে।

২০২২ সালে উইল স্মিথের সেই চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল।

চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনার দায়িত্ব পেয়ে কিমেল একটি বিবৃতিতে জানান, ‘ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন আমি সবসময় দেখেছি।’

এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে শীর্ষে আছেন বব হোপ, যিনি একা বা সহ-সঞ্চালক হিসাবে ১৯বার অস্কারের মঞ্চ সামলেছিলেন। তারপরেই রয়েছেন বিলি ক্রিস্টাল যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here