এবারও অধরা আইপিএল শিরোপা, বিশেষ বার্তা দিলেন কোহলি

0

তার দুরন্ত শতরান সত্ত্বেও দল হেরে গেছে। গত রবিবার গুজরাটের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছিলেন বিরাট কোহলি। আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক তিনি। কিন্তু দল হেরে যাওয়ায় মন খারাপ কোহলির। এবারও আইপিএল জেতা হল না। 

এদিকে, মঙ্গলবার (২৩ মে) ভোরের বিমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লন্ডন উড়ে গেছেন বিরাট। তার আগে ইনস্টাগ্রাম পোস্টে বিরাট লিখেছেন, এই মৌসুমে বেশ কিছু নিজস্ব মুহূর্ত ছিল। কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারিনি। যা দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের মাথা উঁচু রাখতে হবে। সমর্থকদের ধন্যবাদ। প্রতি মুহূর্তে আমাদের সমর্থন করার জন্য। কোচ, সতীর্থ ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।

দল প্লে-অফে না গেলেও ক্রিকেটার বিরাট কোহলির এবারের আইপিএলে সফল। দুইটি শতরান ছাড়াও করেছেন ছয়টি অর্ধশতরান। ১৪ ম্যাচে বিরাটের সংগ্রহ ৬৩৯ রান। গড় ৫৩.‌২৫। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার আগে আছেন ডু’‌প্লেসি ও শুভমান গিল। 

বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here