এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ

0

ঘরের মাটিতে গেল বছর আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটে মিস করেন এশিয়া কাপ। পরবর্তীতে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়ে উঠেনি টাইগার এই পেসারের। তারপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করাতে হয়েছিল এবাদতের।

সফল অপারেশন শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত। গেল কিছুদিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন শারীরিক অনুশীলনও। তবে এবাদতকে ঘিরে আসলো আরেকটি দুঃসংবাদ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তারকা এই পেসার।

তিনি আরও যোগ করেন, ‘এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।’

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here