এফডিসিকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না: ডলি জহুর

0
এফডিসিকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না: ডলি জহুর

একসময় কর্মচাঞ্চল্যে উৎসবমুখর থাকত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এখন আর সে পরিবেশ নেই। বিষয়টি নিয়ে আক্ষেপ ঝরল বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুরের কণ্ঠে।

নতুন বছরে নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ নিয়ে হাজির হচ্ছেন গুণী এই অভিনেত্রী। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এক প্রশ্নের জবাবে ডলি জহুর বলেন, একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, সেখানে অনেক কাজ করেছি। এখন সেখানে আগের মতো কাজ নেই। কেন জানি জায়গাটাকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না। সেজন্যই আর এফডিসির দিকে তাকাই না।

এতকিছুর পরেও আশাবাদী তিনি। তার কথায়, যেদিন এফডিসি আবার সুন্দর হবে, গোছানো হবে, সেদিন সেখানে যাব। তখন হয়তো কাজ করব না, কিন্তু দেখার জন্য হলেও সেখানে যাব।

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের অপরিসীম ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর। এখনো অভিনয়ে নিয়মিত তিনি। নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, আমার বিশ্বাস ‘পরম্পরা’ দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কারণ, টিভি নাটক থেকে দর্শক কখনো মুখ ফিরিয়ে নেয়নি।

পাঁচ দশকের ক্যারিয়ারে দেড়শর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। অভিনয়ে দুবার জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। গত বছর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন কিংবদন্তি এই অভিনেত্রী।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here