এফডব্লিউএ’র বর্ষসেরা পুরুষ ফুটবলার সালাহ

0

প্রিমিয়ার লিগে দলের দুর্দান্ত যাত্রায় এবং শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি পেলেন মোহামেদ সালাহ। তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুল ফরোয়ার্ড।

ইংলিশ ফুটবলে মৌসুমে সেরা পারফরমারকে প্রতি বছর পুরস্কারটি দেওয়া হয়। ২০২৪-২৫ মৌসুমের বিজয়ী হিসেবে শুক্রবার (৯ মে) সালাহর নাম ঘোষণা করা হয়। এফডব্লিউএ বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই শতাব্দিতে পুরস্কারটি জয়ের এতটা পার্থক্য এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাহর ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক। লড়াইয়ে আরও ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক ও আর্সেনালের ডেক্লান রাইস। চার ম্যাচ হাতে লিভারপুলের এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮টি গোল করেছেন সালাহ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। গত সাড়ে তিন দশকে লিভারপুল এই দুইটি লিগ শিরোপাই জিতেছে।

এবারের বর্ষসেরার পুরস্কারটি জিতে একটি রেকর্ড ছুঁয়েছেন সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এটা জিতলেন মিশরের স্ট্রাইকার। এর আগে তিনবার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।

এফডব্লিউএ-এর মেয়েদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার অ্যালেস্সিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে একটি অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here