শুরুতেই ১৩ সেকেন্ডে গোল করে তাক লাগিয়েছিলেন ইলকাই গিনদোয়ান। শেষটাও তিনি করলেন চমৎকার। তার জোড়া গোলেই ম্যানচেস্টার ডার্বিতে জিতে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।
সিটির কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে ২-১ গোলে। রেড ডেভিলদের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফের্নান্দেস।
আগেই লিগ শিরোপা জয়ী সিটির পূর্ণ হলো ডাবল। সামনেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়তে মরিয়া গার্দিওয়ালার শিস্যরা।