উইগান অ্যাথলেটিককে তাদের ঘরের সোমবার রাতে মাঠে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ১২ বারের চ্যাম্পিয়নদের এমন জয়ে স্বস্তি ফিরে পাচ্ছেন এরিক টেন হ্যাগ।
ডিডব্লিউ স্টেডিয়ামে দলের হয়ে গোল করেছেন দিয়াগো দোলাত এবং ব্রুনো ফার্নান্দেজ। তবে ফার্নান্দেজের গোলটি এসেছে পেনাল্টি থেকে।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচে হেরেছে ম্যানইউ। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। যে কারণে এই ম্যাচে জয় পাওয়াটা তাদের জন্য ছিল বহুল আকাঙ্ক্ষিত।