এপ্রিলের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স

0

চলতি এপ্রিলের প্রথম ২১ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যা ২৩ হাজার ৯৮৫ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন আসছে ৯ কোটি ৩৬ লাখ ডলারের বেশি বা ১১৪২ কোটি টাকা। 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের একই সময়ের চেয়ে চলতি এপ্রিলের প্রথম ২১ দিনে প্রায় ৫৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে রেমিট্যান্সের গ্রোথ প্রায় ৪১ শতাংশ।

এর আগে সদ্য বিদায়ী মাস মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা করে।

এ নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরে নয় মাস ২১ দিনে দুই হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার এসেছে। গত ২০২৩-২৪ অর্থবছরের নয় মাস ২১ দিনে যা এসেছিল এক হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রেমিট্যান্স বেড়েছে ৫২৮ কোটি ডলার বা ২৯ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here