এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল

0
এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এনসিপির দলীয় প্রতীক শাপলা নির্বাচন কমিশনের বিধিমালায় দেয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, এনসিপি নির্বাচনে আসা-না আসার বিষয়ে কোনো কথা বলতে চান না, কারণ এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনার তৃণমূল পর্যায়ে ভোটকেন্দ্রে এলাকার কী ধরনের সমস্যা থাকতে পারে, তা দেখতে এসেছেন বলে জানান।

তিনি বলেন, ভোট দেওয়া সাবলীল করতে নারী, পুরুষ, প্রতিবন্ধীসহ সব ভোটারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, আর অবকাঠামোগত সমস্যা আছে কি না, তাই দেখতে এসেছি।

দুর্গম এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিজাইডিং অফিসারদের সহযোগিতার জন্য সব ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে-প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এমন তথ্যের পর থেকেই কর্মপরিকল্পনা করা হয়েছে বলে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here