এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব : সালমান মুক্তাদির

0

বিয়ে করেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান। এদিন স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’

সালমানের এমন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, সালমান হয়তো প্রাঙ্ক করছেন! বিয়ের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য সালমান মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

তিনি আরও জানান, ‘এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ সবশেষে সালমান মুক্তাদির লেখেন, ‘আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here