এখন বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা

0
এখন বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা

টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় অভিষেক, তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায়। অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারযাত্রা যেন শুরু থেকেই রূপকথার মতো। প্রথম ছবিতেই বাজিমাত করে তিনি এখন ঢালিউড ও টলিউডে পরিচিত মুখ। বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ব্যস্ততা তুঙ্গে।

এই মুহূর্তে তিনি অভিনয় করছেন দেবের সঙ্গে আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এ, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইধিকা। ফলে অনুরাগীদের স্বাভাবিক কৌতূহল – তিনি কি প্রেম করছেন? কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে ইধিকা সরাসরি জানান, বিয়ের ব্যাপারে আপাতত তার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন,’এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই অনেক দায়িত্ব, আর আমি এখন ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। সেই ভাবনা এখনো অনেক দূরে।’

এর পাশাপাশি নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন ইধিকা। তার ভাষায়,’আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। চাই এমন একজন ব্যস্ত অভিনেত্রী হতে, যার পুরো বছরজুড়েই কাজ থাকবে। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে নিজের অভিনয়কে আরও শানিত করা ও পরিশ্রম করে এগিয়ে যাওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় এখনও আসেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here