এখনকার প্রজন্ম জামাকাপড়ের চেয়ে দ্রুত সঙ্গী বদলায়: টুইঙ্কেল

0
এখনকার প্রজন্ম জামাকাপড়ের চেয়ে দ্রুত সঙ্গী বদলায়: টুইঙ্কেল

চারদিকে এত এত সম্পর্ক ভাঙার খবর। অথচ এর মাঝেও দিব্যি সুখের সংসার টুইঙ্কেল খান্নার। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দুই যুগের দাম্পত্যজীবন। সন্তানদের নিয়ে সুখেই আছেন এই তারকা যুগল। 

সম্প্রতি একটি টক শোতে বর্তমান প্রজন্মের সম্পর্ক ভাঙাগড়ার বিষয়ে মন্তব্য করেন অভিনেত্রী। যা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। 

টুইঙ্কেল বলেন, এখনকার প্রজন্ম জামাকাপড়ের চেয়ে দ্রুত সঙ্গী বদলায়। কারণ, লোকে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামায় না তারা। আগেকার দিনের মানুষরা পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন।

এ সময় তার পাশেই ছিলেন কাজল, ফারাহ খান ও অনন্যা পাণ্ডে। টুইঙ্কেলের এমন মন্তব্যে অবাক হয়ে যান তারা। 

অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই পক্ষে-বিপক্ষে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন, অভিনেত্রীর এই জবাব নিঃসন্দেহে অত্যধিক বুদ্ধিদীপ্ত। আবার কারও কারও দাবি, তিনি আদতে খুবই বাজে কথা বলেছেন। বর্তমান প্রজন্ম নিয়ে তার ভাবনাচিন্তা যে মোটেও ভালো নয়, এই মন্তব্য সে প্রমাণ দেয়।

তবে টুইঙ্কেলের মন্তব্যকে সমর্থন করে কেউ কেউ বলেন, সত্যিই বর্তমানে সম্পর্কের বুনন অনেক আলগা হয়ে গিয়েছে। তাই ক্রমাগত বিচ্ছেদ বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here