গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর থেকে সমর্থকদের হতাশই করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পর পর তিন ম্যাচ হেরে রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন নীতীশ রানারা।
চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠেই জয়ের পথে ফিরতে পারে কেকেআর। এমনই মনে করছেন দলের বোলিং কোচ ভরত অরুণ। চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার অতীত পরিসংখ্যানই আত্মবিশ্বাসী করছে তাকে। শনিবার ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অরুণ। দলের টানা হার ছাড়াও চেন্নাই ম্যাচ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অরুণ বলেন, ‘‘জানি প্রতিপক্ষ চেন্নাই। অতীতের দিকে তাকালে দেখবেন চেন্নাইয়ের বিরুদ্ধে আমাদের রেকর্ড যথেষ্ট ভাল। আমরা সব সময় নিজেদের শক্তির উপর আস্থা রাখি। আমরা অবশ্যই ভাল ফল করব।’’
প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে ওপেনিং জুটি। এখনও পর্যন্ত কোনও জুটিই ভরসা দিতে পারেনি কেকেআর শিবিরকে। কেন এত পরীক্ষা নিরীক্ষা চলছে? অরুণ বলেছেন, ‘‘আমরা সব জুটির মধ্যে সেরা জুটিটাকে খুঁজে নিতে চাইছি। প্রতিযোগিতার প্রথমার্ধের মধ্যে সেরা ওপেনিং জুটি খুঁজে নিতে হবে আমাদের।’’