পেহেলগাঁওয়ে বন্দুক হামলা চালিয়ে ২৬ জনকে হত্যায় সন্দেহভাজন বন্দুকধারীরা এখনও কাশ্মীরেই লুকিয়ে আছে বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
এমনকি তারা কোনও এক জঙ্গলে লুকিয়ে থেকে গোপন ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করছে বলেও দাবি সংস্থাটির।
এনআইএ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত চার সন্ত্রাসী সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের অভিযান এড়াতে সম্ভবত সেখানকার জঙ্গলেই লুকিয়ে আছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্ত্রাসীরা হামলার অন্তত ৪৮ ঘণ্টা আগেই পেহেলগাঁওয়ে পৌঁছেছিল। তারা নিজেদের অবস্থান লুকিয়ে রাখতে তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিলে বলে জানা গেছে।
এনডিটিভি বলছে, হামলার পরিকল্পনাটি খুব জটিল ছিল না। তিন বন্দুকধারী বৈসারন উপত্যকার আশেপাশের গোপন স্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালায় এবং চতুর্থজন প্রয়োজনীয় সহায়তার জন্য লুকিয়ে ছিল।
গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, সন্ত্রাসীদের কাছে উন্নত যোগাযোগ প্রযুক্তি ছিল। কাশ্মীরে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল যশ মোর এনডিটিভিকে এ বিষয়টি জানিয়েছেন।
সূত্র জানায়, হামলাকারীদের ব্যবহৃত সরঞ্জামগুলোতে সিম কার্ডের প্রয়োজন ছিল না ও স্বল্প-পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশন সক্ষমতা ছিল, যার ফলে এটিকে ট্র্যাক করা কঠিন। সূত্র: এনডিটিভি