এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন না শান্ত

0

দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে। পরের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। পর্বতসমান ব্যবধানে হেরেছে। এক জয়, এক হার- সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরন স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলে এগিয়ে যাবে অনেকটা পথ। কিন্তু টাইগারদেরসহ অধিনায়ক নাজমুল হোসন শান্ত এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন না, ‘প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমাদের ভাবনায় ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’

বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। আফগানিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। ইংল্যান্ডের কাছে হেরেছে ১৩৭ রানে। দুটি ম্যাচেই ব্যর্থ ওপেনিং জুটি। বড় কোনো জুটি গড়তে পারননি তানজিদ ও লিটন। তবে লিটন ৭৬ রান করেছিলেন ইংলিশদের বিরুদ্ধে। তানজিদ পুরোপুরি ব্যর্থ।

বিডিপ্রতিদিন./কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here