এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না : রোহিত

0

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিল রোহিত শর্মা। তাই অনেকে ধারণা করেছিলো এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে অবসরে যাবেন তিনি।

তবে ফাইনাল জয়ের পর রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। 

দুবাইয়ে ফাইনাল জয়ের পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যৎ নিয়ে। রোহিত বলেন, ‘আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম।’

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে তারা ৪ উইকেটে হারিয়েছে। 

রোহিতের অধীনে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এরপর পরের বছর তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আর এবার রোহিতের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল তারা। 

২০০৭ সাল থেকে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডেতে ১১ হাজারের উপরে রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here