এখনই অবসরে যাচ্ছেন না সুনীল ছেত্রী

0
এখনই অবসরে যাচ্ছেন না সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী এখনও বুটজোড়া তুলে রাখছেন না। ৪১ বছর বয়সেও মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে। বেঙ্গালুরু এফসি বুধবার আনুষ্ঠানিকভাবে জানায়, ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন সুনীল।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি ঘোষণা দেয়, ‘ছেত্রী, বেঙ্গালুরু, সহজে বলতে গেলে’। এতে নিশ্চিত হয় যে দেশের অন্যতম সেরা গোলদাতা এখনও ক্লাব ফুটবলে সক্রিয় থাকছেন।

২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর জার্সিতে খেলে আসছেন ভারতীয় ফুটবলের এই মহাতারকা। মাঝের দুই বছর (২০১৫-১৬) খেলেছিলেন মুম্বাই সিটি এফসিতে, তবে ২০১৬ সালে লোনে ফিরে আসার পর থেকে আর দল পরিবর্তন করেননি।

চুক্তির মেয়াদ বা আর্থিক অঙ্ক সম্পর্কে ক্লাব কোনো তথ্য দেয়নি। তবে জানা গেছে, নতুন চুক্তিতে খুশি সুনীল নিজেও।

উল্লেখ্য, গত আগস্টে আইএসএল ঘিরে অনিশ্চয়তার কারণে বেঙ্গালুরু এফসি তাদের ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে নতুন করে দলে স্থায়িত্ব আনল এই ক্লাব, আর তাতে আস্থা রাখল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য নাম, সুনীল ছেত্রীর ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here