পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন, প্রয়োজনে তিনি এক হাজার বছর কারাভোগ করতেও প্রস্তুত আছেন এবং দেশের জন্য তিনি কারারুদ্ধ থাকবেন।
রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা অনিয়ম সংক্রান্ত মামলায় বর্তমানে কারাবন্দী আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে।
শুক্রবার ইমরানের সাথে কারাগারে দেখা করেছেন তার দলের নেতা উমায়ের নিয়াজি। তার কাছে ইমরান খান বলেছেন, ‘(কারাগারে) কী সুযোগ-সুবিধা দেওয়া হল আমি সেসবের তোয়াক্কা করি না। যদি আমাকে এক হাজার বছর কারাগারে থাকতে হয় সেটাও কোনো ব্যাপার না। আমি স্বাধীনতার জন্য এমন ত্যাগ করতে রাজি আছি।’
সূত্র: গালফ টুডে